দেশজুড়ে

নারায়নগঞ্জে ঘরভাড়া বকেয়া পড়ায় ভাড়াটিয়াকে খুন করলো বাড়িওয়ালা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়নগঞ্জের বন্দরে বকেয়া ঘরভাড়া নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়া ফয়েজ মিয়াকে (৪২) খুন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে পুরান বন্দর প্রধানবাড়ী এলাকার মিছির আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফয়েজ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকি এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ বাড়ির মালকিন উম্মে কুলসুম (৫৫), অন্য ভাড়াটিয়া মহিউদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী শিরিনা বেগমকে (৩৭) আটক করেছে।

নিহত ফয়েজের ভায়রা সোহেল রানা জানান, তিন বছর ধরে মিছির আলী মিয়ার বাড়িতে ভাড়া ছিলেন ফয়েজ। করোনায় ব্যবসা মন্দ থাকার কারণে সাত মাসের ঘরভাড়া সাত হাজার টাকা বকেয়া পড়ে। এ নিয়ে গত বৃহস্পতিবার উম্মে কুলসুমের সঙ্গে ফয়েজের স্ত্রী রোজিনার কথা-কাটাকাটি হয়। তখন চার হাজার টাকা দেওয়া হয়।

এরপর এ নিয়ে আজ (শুক্রবার) দুপুরে ভাড়াটিয়া মহিউদ্দিন ও ফয়েজ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফয়েজ আহত হন। ফয়েজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close