খেলাধুলাপ্রধান শিরোনাম

নিজের বিশ্বরেকর্ডই ভাঙলেন ওয়ারহোম

ঢাকা অর্থনীতি ডেস্ক: নিজের গড়া আগের বিশ্বরেকর্ড নতুন করে লিখলেন কারস্টেন ওয়ারহোম। নরওয়ের ২৫ বর্ষী অ্যাথলেটের জন্য মঙ্গলবার দিনটা এসেছে সোনার হাসিতে।

টোকিও অলিম্পিকে এদিন ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নেমেছিলেন কারস্টেন ওয়ারহোম। সোনার পদক নিশ্চিতের পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না কীর্তিটা গড়ে ফেলেছেন!

হার্ডলসে ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে ইভেন্ট শেষ করেছেন ওয়ারহোম। যেটি নতুন বিশ্বরেকর্ড। আগের বিশ্বরেকর্ডের সময় ৪৬.৭০ সেকেন্ড টাইমিং করেছিলেন তিনি।

মাত্র একমাসের ব্যবধানে দুবার বিশ্বরেকর্ড ভাঙা-গড়া সারলেন ওয়ারহোম। আগে কোনো অ্যাথলেটই যেটি করে দেখাতে পারেননি। মাসখানেক পূর্বে কেভিন ইয়ংয়ের ২৯ বছর পুরনো বিশ্বরেকর্ডটি ভেঙে সুসময়ে প্রবেশ করে নরওয়েজিয়ান তারকা।

ওয়ারহোমের দিনে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের রুপা গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে, রাই বেঞ্জামিন ৪৬.১৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। বেঞ্জামিনও টপকে গেছেন ওয়ারহোমের আগের বিশ্বরেকর্ডটি। যদিও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ ইভেন্টে ব্রোঞ্জ ব্রাজিলের আলিসন দস সান্তোসের, তিনি ৪৬.৭২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close