বিশ্বজুড়ে

নেপালে ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু, নিখোঁজ আরো ৯ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেপালের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো নয়জন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

সংবাদ মাধ্যম এডিটিভির খবরে জানা গেছে, গত মঙ্গলবার থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত চলবে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের পশ্চিমাঞ্চলীয় ওয়েলিং পৌরসভায় ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো চারজন ।

এ দিকে ভূমিধসে নেপালের সায়াংজা জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং পালপা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা পৌরসভাতেও আরেক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের পালপা জেলায় ভূমিধসের পর পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সূত্র: এনডিটিভি

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close