শিক্ষা-সাহিত্য

শিক্ষার্থীরা নিজেরাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন

জবি প্রতিবেদক: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও ফুটপাত থেকে অবৈধ লেগুনাস্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ করেছেন শিক্ষার্থীরা নিজেরাই।

মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষেও মালিকেরা স্থাপনা সরিয়ে নেননি। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাঁদের দোকান ভাঙচুর করে সরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে চাঁদাবাজ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শিক্ষার্থীরা দ্বিতীয় ফটকের সামনে এসে জড়ো হতে শুরু করেন। এ সময় দ্বিতীয় ফটক বন্ধ থাকায় এবং ফটকের পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা না সরানোয় প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। তবে দোকানমালিকেরা স্থাপনা না সরিয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে দোকানপাট ভাঙচুর শুরু করেন।

সরজমিনে দেখা যায়, বেলা একটা পর্যন্ত ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে কোনো লেগুনা দাঁড়ায়নি। শিক্ষার্থীরা প্রায় ৩০টি দোকান সরিয়ে দিয়েছেন। দোকানমালিকেরা মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছেন। তবে দুটি খাবার দোকান ও দুটি গ্যারেজ সরানোর জন্য মালিকেরা সময় চাইলে শিক্ষার্থীরা বেলা তিনটা পর্যন্ত সময় বেঁধে দেন।

শিক্ষার্থীরা জানান, গত রোববার দ্বিতীয় ফটক চালু করা ও ফটকের সামনের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে আরও এক দিন সময় বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাঁরা কথা কানে নেননি। তাই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে দখলদারদের ক্যাম্পাসের সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের যানবাহন রাখা হচ্ছে। দ্বিতীয় ফটক এবং বিশ্ববিদ্যালয়ের পাশের ফুটপাত দখলমুক্ত করে শিক্ষক-শিক্ষার্থীদের অবাধে চলাচল করার পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close