দেশজুড়েপ্রধান শিরোনাম

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে বাড়তে শুরু করেছে শীতের দাপট। লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সেখানে গত দুই সপ্তাহ ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অতি কাছে পঞ্চগড় অবস্থিত হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং মৌসুমে এ জেলায় প্রথম শীত নেমে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও শীত পড়ে আবার বেলা বাড়ার সাথে সাথে আলো দেখা গেলেও শীতের তীব্রতা যেন থেকেই যাচ্ছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close