কৃষিশিল্প-বানিজ্য

পদ্মা সেতুর কারণে মুন্সীগঞ্জে বেড়েছে ফল ব্যবসা

ঢাকা অর্থনীতি ডেস্ক: মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ আড়তে দেশীয় মৌসুমী ফলের পাইকারি বেচাকেনার ধুম পড়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আসছে ফল। পদ্মা সেতুর কারণে এই হাটে মৌসুমি ফলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও সহনীয়। তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বড় তফাৎ বলছেন ক্রেতারা।

মৌসুমি ফল বিক্রিতে জমজমাট মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জের আড়তগুলো। বর্ষার মৌসুমী ফলের ঘ্রাণ চারদিকে। আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকন ও ডাব সরাসরি বাগান থেকে আসে এখানকার আড়তে। আসছে হেমন্তের ফল আমড়াও। ক্যামিকেলমুক্ত তরতাজা ফল কিনতে পাইকার আসছেন নানা অঞ্চল থেকে। পদ্মা সেতু চালুর পর আড়তে বেচাকেনা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তারা বলেন, পদ্মা সেতুর কারণে আমরা তাজা তাজা ফল পাচ্ছি। তাতে বিক্রি ভালো হচ্ছে। দামেও বেশি পাচ্ছি।

সরবরাহ ভালো থাকলেও পাইকারি দামের সঙ্গে খুচরা বাজারে বড় তফাত। এ অবস্থার জন্য কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করা হলেও মানতে নারাজ তারা। ক্রেতা-বিক্রাতারা বলেন, এখানাকার ফল তাজা। ক্যামিকেল মুক্ত। তাই দামে একটু বেশি হবেই।

স্থানীয় ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও পিরোজপুরসহ দেশের অন্তত ৪০ জেলা থেকে এখানে ফল আসে। (সূত্র: সময়টিভি)

Related Articles

Leave a Reply

Close
Close