প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

পরীক্ষার নেওয়ার দাবিতে জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ৩১ মার্চের মধ্যে স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদের সঞ্চালনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, এতোদিনে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা। কিন্তু এখনো তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে পারিনি। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের পরীক্ষা দিবে। এ সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণ করতে প্রশাসনের কাছে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ৯ মার্চ। চার বছর অতিক্রম হয়েছে অথচ এখনো তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেনো শেষ করতে পারি প্রশাসনের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি।

পরে শিক্ষার্থীরা ‘দ্রুত পরীক্ষার’ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের পক্ষে তার ব্যক্তিগত সচিব মো. সানোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে উপাচার্যের কাছে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর দাবি জানালে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close