দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেপ্তার নাসির-অমি মাদক মামলায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দিকী অমির (৩৩) মাদক মামলায় ৭ দিন করে এবং তিন নারীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করে গোয়েন্দা পুলিশ। তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্য ৩ আসামি লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা তদন্ত করে ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার (১৪ জুন) সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং ৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে ৬ জনের নামে মামলা করেন নায়িকা পরীমণি। এরপরই আসামীদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে প্রধান আসামী নাসির উদ্দিন ও অমিসহ ৫ জনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় নাসিরের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close