বিনোদন

পর্নোকাণ্ডে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন শিল্পা শেঠি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বামী রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডে বেশ সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গ্রেপ্তারের পর বর্তমানে জেলে আছেন তার স্বামী। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ফাঁস হয়েছে রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট। তারপরই বড়সড় বিপাকে পড়েন শিল্পা।

টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এ অভিনেত্রীকে। যদিও পুরো সময়টা স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি।

এবার পর্নোকাণ্ডে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন শিল্পা শেঠি। জি নিউজকে দেয়া এক বিবৃতিতে শিল্পা বলেন, “গত কয়েক দিন প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। অনেক গুজব ও অভিযোগ উঠেছে। আমার ওপর অযৌক্তিক আক্রমণ করা হয়েছে। যাদের শুভাকাঙ্ক্ষী মনে করতাম তারাও আমাকে আক্রমণ করেছেন। আমি এখনও মন্তব্য করিনি। কারণ এটি বিচারাধীন, তাই দয়া করে আমার পক্ষ থেকে মিথ্যা বক্তব্য হিসেবে কোনো মন্তব্য প্রকাশ করবেন না।”

শিল্পা আরও বলেন, “মুম্বাই পুলিশ এবং ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একটি পরিবার হিসেবে, আমরা আমাদের সব আইনি ব্যবস্থা নিচ্ছি। সম্পূর্ণ বিষয়টি না জেনে, মন্তব্য না করার অনুরোধ রইল। আমার পরিবার এবং আমার অধিকারকে সম্মান করুন। আমরা মিডিয়া ট্রায়াল চাই না। দয়া করে আইনকে তার পথে চলতে দিন।”

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ২৫ কোটি রুপির মানহানি মামলা করেছেন শিল্পী শেঠি। এদিন বিচারপতি গৌতম এস প্যাটেলের এজলাসে শিল্পার দায়ের করা মানহানির মামলার শুনানি হয়। শুক্রবার (৩০ জুলাই) ছিল ওই মামলার শুনানি। বোম্বে হাইকোর্ট রীতিমতো তিরস্কার করেছে শিল্পাকে।

শিল্পার আইনজীবীর কাছে আদালত জানতে চান, পুলিশের দেওয়া তথ্য সংবাদ-মাধ্যমে প্রকাশিত হলে তা কীভাবে মানহানিকর হতে পারে? আদালত জানিয়ে দেয়, অপরাধ দমন শাখা কিংবা পুলিশের দেওয়া তথ্য কখনোই মানহানিকর বলে বিবেচনা করা যায় না।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। বাকস্বাধীনতার পথ সংকীর্ণভাবে তৈরি করা হতে পারে তবে গোপনীয়তার অধিকার সংবিধানসিদ্ধ এবং মৌলিক অধিকার। পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর ধার্য করে বিচারপতি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ প্রতিষ্ঠা করেন রাজ কুন্দ্রা। তার ছয় মাস পরেই ‘হটশট’ নামে অ্যাপ তৈরি করেন তারা। যা পুলিশের কাছে পর্নোঅ্যাপ নামে চিহ্নিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close