চাকুরী

পল্লী সঞ্চয় ব্যাংকে নেয়া হবে ১২৬ কর্মকর্তা

ঢাকা অর্থনীতি ডেস্ক: পল্লী সঞ্চয় ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

ব্যাংকটিতে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের তিনটি পদে মোট ১২৬ জন কর্মকর্তা নেয়া হবে।

১. পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ২৪

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমান পাস হতে হবে। ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

২. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা:

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো প্রতিষ্ঠানে সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড ৫)

৩. পদের নাম: প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ১০১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড ৬)

আবেদন যেভাবে করতে হবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি: সব পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১২ জুন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close