শিল্প-বানিজ্য

পশুর চামড়া নিয়ে বৈঠক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঈদে কোরবানি হওয়া পশুর চামড়া নষ্ট করে সরকারকে বিব্রত না করতে ও নায্যমূল্যে চামড়া কিনতে উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়া বাজার নাটোরের ব্যবসায়ীদের সঙ্গে সভা করেছে স্থানীয় জেলা প্রশাসন।

সোমবার (২৭ জুন) দুপুরে নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার।

সরকার নির্ধারিত দামে চামড়া কেনার পাশপাশি চামড়া নষ্ট না করতে দ্রুত প্রক্রিয়াজাত করার আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া চামড়া নষ্ট করে সরকারকে বিব্রত না করার বিষয়টি নজর দেয়ার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের ২৩ জেলার ঈদে কোরবানি হওয়া পশুর চামড়া নাটোর থেকে কেনেন ট্যানারি মালিকরা।

সভায় নাটোর জেলা চামড়া ব্যাবসায়ীসহ অর্ধশত চামড়া ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close