প্রধান শিরোনামবিশ্বজুড়ে

পাঞ্জাবে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, নিহত ৪৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে বেশিরভাগ মৃত্যুই ঘটেছে প্রাণে বাঁচতে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। পুলিশ জানায়, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক যাত্রী সকালের নাস্তা তৈরির সময় মূলত ওই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ধ্বংস হয়ে যায়। জেলা পুলিশ প্রধান স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টেলিভিশনকে বলেন, ‘দুটি রান্নার স্টোভ ফেটে গিয়েছে। ওরা রান্না করছিলেন, তাদের কাছে রান্না করার তেল ছিল যার ফলে ওই আগুন আরও ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে আগুন থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কারণে।’

মন্ত্রী বলেন, দীর্ঘ ভ্রমণের সময় খাবার রান্না করার জন্য মানুষজন ট্রেনে রান্নার স্টোভ নিয়ে উঠে পড়েন, এটা পাকিস্তানের একটি সাধারণ সমস্যা।

উদ্ধারকর্মীদের প্রধান বাকির হোসেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ইতোমধ্যে এই আগুনে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে বিনিয়োগের অভাব ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে দেশটির রেলপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলতি বছর জুলাই মাসে এক দুর্ঘটনায় এগারো জন এবং সেপ্টেম্বরে আরও একটি দুর্ঘটনায় চারজন নিহত হন। এর আগে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে একটি ট্রেনে অন্য ট্রেন ধাক্কা মারলে এবং তৃতীয় আরেকটি ট্রেন এসে তার মধ্যে পড়ে গেলে প্রায় ১৩০ জন মারা গিয়েছিলেন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close