দেশজুড়েপ্রধান শিরোনাম

ঘুষের মামলায় তিতাসের দুই কর্মকর্তার ৫ বছরের জেল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৯ হাজার টাকা ঘুষ গ্রহণের মামলায় ডেমরার তিতাস গ্যাস অফিসের দুই কর্মকর্তার ৫ বছর সাজার রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- ডেমরার তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার এবং টেকনিশিয়ান মো. আব্দুর রহিম।

তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

আসামি কামরুজ্জামান সরকার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি আব্দুর রহিম সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

রায়ের বিবরণ থেকে জানা যায়, রাজধানীর দক্ষিণখানের নিপ্পন সোয়েটার্সের মালিক ডিএম আসাদুজ্জামান আওলাদ তার প্রতিষ্ঠানের গ্যাস মিটার সংযোগের জন্য আবেদন করেন। এ দুই আসামি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে মিটার সংযোগ দেয়া হবে না বলেও জানায়।

আসামিরা দুই দফায় তার কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে। আওলাদ বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে জানায়। ২০০৭ সালের ১৪ জুন আসামিরা মিটার সংযোগ শেষে বাকি টাকা নেয়ার সময় র‌্যাব তাদের হাতেনাতে ধরে ফেলেন।

ওই ঘটনায় ডি এম আসাদুজ্জামান আওলাদ ২০০৭ সালের ১৫ জুন মামলাটি দায়ের করেন। রায় ঘোষণার আগে বিচারক চার্জশিটের ৮ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close