দেশজুড়ে

পাবনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার দারামুধা গ্রামে গণপিটুনিতে শাহিন হোসেন (৪৫) ও মাছিম ওরফে কালু (৩৫) নামে দুই ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি সর্বহারা দলের আঞ্চলিক ক্যাডার। অপরজন মাছিম এর পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে সাঁথিয়া উপজেলার দারমুধা গ্রামের ক্যানেল পাড়ে সাইফুলের বাড়িতে সর্বহারা পার্টির ৩/৪ জন সদস্য সশস্ত্র অবস্থায় এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছে। গ্রামবাসীরা টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করে তাদের ঘিরে ফেলে এবং গণপিটুনি দিতে থাকে। পরে খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শাহিন ও মাছিমকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

তিনি আরও বলেন, নিহত শাহিনের বিরুদ্ধে ৩টি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close