বিশ্বজুড়ে

হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটের সামনে চলছে গাঁজার চাষ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অভিযোগের শেষে নেই ভারতের বনগাঁ সরকারি হাসপাতাল নিয়ে। এবার প্রকাশ্যে এল অন্য ছবি। সরকারি হাসপাতাল চত্বরেই চলছে মাদকের চাষ! প্রয়োজন মতো তুলেও নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশে। এই ছবি উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতালের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের মুখে হাসপাতাল সুপার।

জানা গেছে, প্রায় এক বছর ধরেই বনগাঁ জেলা হাসপাতালের ইমার্জেন্সির সামনে রয়েছে সারি দেওয়া গাছ। সকলের চোখের সামনেই বেড়ে উঠেছে গাছ। কিন্তু চোখে পড়লেও অনেকেরই বোধগম্য হয়নি সেগুলি কী। অনেকে বুঝতে পেরেও ভয়ে মুখ খোলেননি। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে গাঁজার কারবার করেছে এক দল দুষ্কৃতি।

বুধবার (৫ জুন) সকালে প্রকাশ্যে আসে ঘটনাটি। জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতা শোভন বৈদ্য, সৈকত মিত্রসহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, ‘হাসপাতালে সকলের চোখের সামনে দীর্ঘদিন ধরে এসব হয়েছে। সুপার সব কিছু জেনেও চুপ করেছিলেন।’

অবিলম্বে গাছগুলি নষ্ট করে দেওয়ার দাবি জানিয়ে বুধবার হাসপাতালে সহকারী সুপারের কাছে স্মারকলিপি জমা দেন স্থানীয় বিজেপি নেতারা। এমনকী ২৪ ঘণ্টা সময়সীমাও বেঁধে দেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে তাঁরাই গাছগুলি নষ্ট করে দেবেন বলেও জানান।

বিষয়টি প্রকাশ্যে আসার পর হাসপাতাল চত্বর পরিদর্শন করেছেন সহকারী সুপার সপ্তর্ষি চৌধুরী। কার্যত পুরো ঘটনার কথা স্বীকারও করেছেন তিনি। সরকারি হাসপাতালের বিরুদ্ধে বরাবরই একাধিক অভিযোগ রোগীদের। কিন্তু হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনায় হতবাক স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Close
Close