দেশজুড়ে

‘ডামি নির্বাচন’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল খেলাফত মজলিসের

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ৭ জানুয়ারি হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা আখ্যা দিয়ে ‘ডামি নির্বাচন’ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া শিক্ষা সিলেবাসে বির্তকিত অধ্যয় বাতিল ও দ্রব্যমূল্য কমানোরও দাবিও করেছে দলটি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (১৯ জানুয়ারি) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিলে এমন দাবি জানায় দলটি।

দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা সরকারের পদত্যাগ করা উচিত জানিয়ে তারা বলেন, জণগণ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, এ জন্যই তারা ভোট বর্জন করেছে। এরপরও দাবি আদায় না হলে কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, ডামি নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে সংগঠনটির মহসচিব মাওলানা মামুনুল হকসহ সকল রাজবন্দীদের মুক্তি না দিলে দেশে জনবিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারিও দেন তারা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close