দেশজুড়েপ্রধান শিরোনাম

পিতার নাম ‘আওয়ামী লীগ’!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্মার্টকার্ড ভাইরাল হয়েছে- যেখানে একজনের পিতার নাম লেখা হয়েছে ‘আওয়ামী লীগ’। আর এটি নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, শেরপুরের মো. লিটন মিয়ার স্মার্টকার্ডে পিতার নামের ক্ষেত্রে এমনটি লেখা রয়েছে। আর তার সেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে চলছে মানুষের নানা মন্তব্য।

ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইসবপুর গ্রামে।

তবে ফেসবুকে লিটন মিয়ার ভাইরাল হওয়া স্মার্টকার্ডটি সঠিক কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তার পিতার নাম ‘মৃত আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

এ বিষয়ে ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো, যাতে তাকে এনআইডি সংক্রান্ত সেবা পেতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়।

এ বিষয়ে কথা বলতে লিটন মিয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Close
Close