বিশ্বজুড়ে

পুতিনের আমন্ত্রণে এরদোগানের সাড়া

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরিয়া ইস্যু নিয়ে আলোচনায় বসার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এরদোগান।

এ বিষয়ে আজ বুধবার সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) এক ফোনকলে আগামী কয়েকদিনের মধ্যে এরদোগানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত সিরিয়া ইস্যুতে সামনাসামনি আলোচনা করতেই এরদোগানকে রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণ জানানো।

এ বিষয়ে পুতিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান ও পুতিনের মধ্যে সিরিয়া ইস্যু নিয়ে ফোনে কথা হয়েছে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিতের প্রশ্নে একমত হয়েছেন তারা।

এ দিকে আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, এ মাসের শেষের দিকে রাশিয়া সফর করবেন এরদোগান।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close