দেশজুড়েপ্রধান শিরোনাম

পুলিশ পরিচয়ে প্রতারণা; আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দায় পুলিশ পরিচয় দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার সময় এক ভুয়া পুলিশকে স্থানীয় জনতা আটক করেছে। এ সময় জনতার হাত থেকে ভুয়া পুলিশকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কলমাকান্দা উপজেলার পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে রেজা শামীম আহম্মেদ (৩৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুয়া পুলিশ কলমাকান্দা থানার উপ-পরিদর্শক পরিচয়ে পূর্ব বাজারের একা ফার্নিচারের দোকান থেকে কৌশলে ২০ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক আবারও ১০ হাজার টাকা দাবি করলে দোকানের মালিকের সন্দেহ হলে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার কাছ থেকে তাকে আটক করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘গ্রেফতার শামীম পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close