বিশ্বজুড়ে

ওয়াইল্ড-বেরিস’র গুদামে ভয়াবহ আগুন

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাশিয়ায় সবচেয়ে বড় অনলাইন কেনা-বেচার প্লাটফর্ম ওয়াইল্ড-বেরিস’র একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৩ জানুয়ারি) সেন্ট পিটার্সবার্গে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকালের দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। ওই সময় গুদামে অনেক মালামাল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন দেখে দৌড়ে সব কর্মী বের হতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে অগ্নিকাণ্ডের পরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৫৭টি গাড়ি নিয়ে তিন শতাধিক কর্মী কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় পুরোপুরি ধসে পড়েছে ৭৫ হাজার বর্গফুটের গুদামটি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে কয়েক দফা হামলা চালিয়েছে ইউক্রেন। এটিও কোনো হামলার ফলাফল কিনা তা নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close