গার্মেন্টসশিল্প-বানিজ্য

পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে খানিকটা এগিয়েছে ভিয়েতনাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভিয়েতনাম বৈশ্বিক পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান দখল করতে কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। সেটি করতে না পারলেও করোনায় খানিকটা এগিয়েছে ভিয়েতনাম।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশ ৯৬৮ কোটি ৪৯ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ভিয়েতনাম রপ্তানি করেছে ১ হাজার ৫০ কোটি ৯১ ডলারের পোশাক।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২০’ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়। আর চীন শীর্ষে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে ভিয়েতনাম ৩ হাজার ৯১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। আর আমরা রপ্তানি করেছি ২ হাজার ৭৯৫ কোটি ডলারের পোশাক। সেই হিসাবে আমরা কিছুটা পিছিয়ে গেছি। তবে শিগগিরই আমরা আবার ঘুরে দাঁড়াব।’

Related Articles

Leave a Reply

Close
Close