খেলাধুলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে ৪-১ গোলে হারে বাংলাদেশ। জেমি ডের দল র‍্যাঙ্কিংয়েও খুইয়েছে পাঁচ পয়েন্ট। ৯১৫ পয়েন্ট নিয়ে ১৮৭তম স্থানে আছেন জামাল ভুঁইয়ারা। দুই ধাপ পিছিয়ে ১০৮তম স্থানে আছে ভারত।

আগের মতো যথারীতি শীর্ষ পাঁচে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। সেরা দশে পরিবর্তন বলতে ক্রোয়েশিয়া এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছে। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে পর্তুগাল।

পরের তিনটি স্থান অপরিবর্তিত আছে। স্পেন অষ্টম, আর্জেন্টিনা নবম ও কলম্বিয়া দশম স্থানে আছে।

ইতালি দুই ধাপ এগিয়ে ১৩তম, পোল্যান্ড দুই ধাপ এগিয়ে ১৯তম, সার্বিয়া চার ধাপ এগিয়ে ২৯তম, নাইজেরিয়া চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে আছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close