দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশসহ আহত ১২, আটক ২

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। তবে পুলিশের দাবি নেতাকর্মীরাই পুলিশের ওপর হামলা করেছেন।

আজ বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। পুলিশসহ ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আটক ও আহতদের পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবুর বাড়িতে বিএনপি নেতার্মীরা মিটিং করেন। এরপর মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করেন। আহত হন এসআই কামরুজ্জামান ও একজন কনস্টেবল।

বিএনপি নেতাকর্মীরা জানান, নিত্য পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মহাসড়কে উঠতেই বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেন। মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। এসময় প্রধান অতিথিদের দ্রুত উদ্ধার করে পল্টনের পার্টি অফিসে পাঠানো হয়।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, আমাদের দুইজন আহত আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close