তথ্যপ্রযুক্তি

অনলাইনে কেনাকাটায় যে বিষয়গুলোতে সচেতন থাকবেন!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যস্ততায় আমরা যখন কেনাকাটার জন্য সময় বের করতে হিমসিম খাই। ঘরে বসেই তখন পছন্দের পণ্য অর্ডার করলে ঠিক সময়মতো পৌঁছে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। তবে অনেকেই অভিযোগ করেন, অনলাইন থেকে কোনো পণ্য কিনে আসলটা পাননি। রেপ্লিকা পাঠিয়েছে, এসব বেশি হয় পোশাকের ক্ষেত্রে।

এধনের অবস্থা এড়াতে জেনে নিন,  অনলাইন কেনাকাটা করার সময় যে বিষয়গুলোতে সচেতন থাকবেন:

•    কেবল নকশা বা রং নয় পণ্যের মান দেখুন

•    যে জিনিসটি কিনছেন, রিভিউ বিভাগে গিয়ে তার সম্পর্কে মতামতগুলো পড়ে নিন

•    দাম যাচাই করে নিতে হবে। একই পণ্য বিভিন্ন সাইটে থাকে, একাধিক সাইট দেখে দাম সম্পর্কে ধারণা নিন

•    বিশেষ অফার দেখেই পণ্য কমর্ফাম করবেন না

•    অফারে অনেক সময় পণ্যের ‍মান ভালো নাও হতে পারে

•    অরিজিনাল পণ্য আর রেপ্লিকা পণ্য সম্পর্কে নিশ্চিত হয়েই পছন্দের পণ্য কিনুন

•    যেমন অনেক সময় দেখা যায় ছাড়ে কম টাকায় আসল পোশাকের ছবি দেয়া আছে

•    পণ্যটি আসার পরে দেখা গেলো আসলটির সঙ্গে তেমন মিলই নেই

•    এজন্য ইনবক্সে পণ্যের আসল ছবি পাঠাতে বলুন, যারা পাঠাবে তাদের থেকে পণ্য নিন

•    আগেই টাকা পাঠাবেন না, পণ্য হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করতে হবে

•    পরিবর্তন বা ফিরিয়ে দেয়ার নিয়মগুলো জেনে নিন

•    অনেক সময় দেখা যায় পোশাকের দাম কম রাখলেও ডেলিভারি চার্জ বা শিপিং চার্জে বেশি টাকা নিচ্ছে সাইটটি।

ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে সঠিক পণ্যটির জন্য নির্ভর করা যায় এমন সাইট থেকেই কিনুন।

Related Articles

Leave a Reply

Close
Close