দেশজুড়ে

অনিবন্ধিত আইপি টিভি বন্ধের আহ্বান: অঞ্জন চৌধুরী

ঢাকা অর্থনীতি ডেস্ক: অনিবন্ধিত আইপি টিভি বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী।

রাজধানীর বনানীতে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো আয়োজিত টেলিভিশন দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘কোনো নীতি ছাড়াই আইপি টিভি সংবাদ পরিবেশন করে পরিস্থিতি খারাপ করছে’। এ কারণে অনিবন্ধিত সব আইপি টিভি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ চলছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ফ্রান্সের একজনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। আশা করা যাচ্ছে ২০২৩ সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইটের উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট হবে হাইব্রিড স্যাটেলাইট। এটি আবহাওয়া নজরদারি, নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহিত হবে বলে আশা করা যাচ্ছে ’।

অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকোর সিনিয়র সহ সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ক্যাবল নেটওয়ার্কের ডিজিটালাইজেশন হবে। সুস্থ ধারা ও মুক্তিযুদ্ধের আদর্শের বাস্তবায়নে কাজ করবে টেলিভিশন’।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করেই কিন্তু জাতিসংঘ প্রতি বছর ২১শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন’।

Related Articles

Leave a Reply

Close
Close