দেশজুড়েধামরাইপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যস্থানীয় সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবস্থা; শিল্প মন্ত্রী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পরিবেশ দূষণ করে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন।

রবিবার (১৫ মার্চ) বিকেলে ধামরাই শিল্প নগরী (বিসিক) সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, যে কোন নতুন কারখানা শুরু করার পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম তৈরির কঠোর সরকারি নির্দেশনা রয়েছে। যদি তা না মেনে কেউ শিল্প প্রতিষ্ঠান চালু করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের শিল্পে করোনার প্রভাবের প্রসঙ্গে এসময় মন্ত্রী বলেন, সরকারি নীতিমালা মেনে শ্রমিকদের কারখানায় স্বাস্থ্য সম্মত ভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শ্রমিক, মালিক ও প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিলে সাময়িক এই দুর্যোগ কাটিয়ে ওঠে সম্ভব বলে জানান তিনি।

অনুষ্ঠানে ধামরাই বিসিক নগরীর সভাপতি মোসতাক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সাংসদ বেনজির আহমেদ, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার সামিউলহক।

Related Articles

Leave a Reply

Close
Close