বিনোদন

বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার শক্তি: কঙ্গনা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিতর্কিত মন্তব্য করাই যেন প্রধান কাজ হয়ে উঠেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এবার তিনি মমতাকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত কথা বললেন বাংলাদেশ ও রোহিঙ্গাদের নিয়ে।

টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে মন্তব্য করলেন তিনি। শুধু তাই নয় পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা। পশ্চিমবঙ্গে যখন বিজেপির ভরাডুবির ইঙ্গিত স্পষ্ট তখন এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।

রোববার (২ এপ্রিল) যখন পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে যায়, তখন টুইটারে কঙ্গনা লিখলেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’ এই লেখার নিচে তিনি ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন।

নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নেন তিনি।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close