খেলাধুলা

সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিল্লিতে প্রথম টি২০ ম্যাচে রীতিমতো দাপুটে ক্রিকেট খেলে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ জিতেছিল দলীয় নৈপুণ্যের ওপর ভর করে। যদিও দিল্লির সেই পারফরম্যান্স রাজকোটে ধরে রাখতে না পারায় সমতা ফিরিয়ে আনে ভারত। তিন ম্যাচ সিরিজে এখন সমতা ১-১ এ। আজ নাগপুরে শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচে যারা জিতবে, শিরোপা উঠবে তাদেরই হাতে।

ভারতের বিপক্ষে ফাইনাল তথা শিরোপা নির্ধারণী ম্যাচ মানেই বাংলাদেশের জন্য আক্ষেপের গল্প। সেটি হোক নিদাহাস ট্রফিতে কিংবা এশিয়া কাপে। সুযোগ হাতছাড়া করার আক্ষেপই কেবল সঙ্গী হয়েছে। তাই ফাইনালে রূপ নেয়া আজকের ম্যাচে ইতিহাস বদলানোর আশায় মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

নাগপুরে ম্যাচটি শুরু হবে আজ রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ম্যাচেও দলে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সেরা একাদশে দেখা যেতে পারে আবু হায়দার রনি কিংবা তাইজুলকে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close