আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

বমিপার্টি: বাসে ছিনতাইয়ের নতুন কৌশল; আশুলিয়ায় গ্রেপ্তার-১১ (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক: আনিছ সাহেব আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইলে নামবেন। বাসও কাছাকাছি চলে আসলো। এসময় বাসের ঠিক পিছনের সিটের ব্যক্তি হঠাৎ করেই তাঁর পিঠে বমি করে দিলো। পাশের সিট সহ আশেপাশের দুইতিনজন আনিছ সাহেবের জামা পরিস্কার করার ভঙ্গি করলো ও একটু ভীড় জমিয়ে ফেললো। এমন একটা অবস্থা যে তাকে খুব সহযোগিতা করছে লোকগুলো। একটু অস্বস্তি হয়ে জায়গা ছেড়ে দেয়ার চেষ্টা করেন তিনি। কোন রকমে নিজেকে সরিয়ে বাঁচলেন। কিন্তু বাস থেকে নেমে কিছুক্ষণ পরেই বুঝলেন, পকেটের ৪৫ হাজার টাকা ও মোবাইল গায়েব। এমন ভাবেই নিজের অভিজ্ঞতা জানালেন আনিছ সাহেব। মলম ও অজ্ঞানপার্টি চক্রটি এখন বাসে নতুন এমন কৌশল শুরু করেছে।

এদিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে এমন বমিপার্টির ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব-১ এর একটি দল। এসময় মলম, ব্লেড, মোবাইল, নগদ টাকা ও ছুরি জব্দ করা হয়েছে। এরা মলমপার্টি ও সরাসরি ছিনতাই কাজেও জড়িত।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। তারা বাসসহ বিভিন্ন গনপরিবহনে হেলপারের কাজ করে বলে প্রাথমিকভাবে জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাগুড়া সদর থানার বায়নাটিবিসিপাড়ার মৃত শেখ শামীমের ছেলে রবিউল ইসলাম রবি (৫৫), গাজীপুর কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার বাবুল মিয়ার ছেলে রোমান হোসেন (২৭), একই থানার হাটুরিয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম রানা (৩৬), শেওড়াতলী গ্রামের ইসাহাক আলীর ছেলে রাসেল হোসেন (২৭), পাবনা আটঘরিয়া গোপালপুর এলাকার সামসুর রহমানের ছেলে রাসেল হোসেন হিরা, সিরাজগঞ্জ শাহজাদপুর নোকালী গ্রামের মো. আলীর ছেলে তোয়াজ আলী (৩০), টাঙ্গাইল ধনবাড়ি থানার চাকুরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩৫), নওগা আত্রাই হিঙরকান্দির সফিক প্রামানিকের ছেলে আজিজুল ইসলাম (৩৫),  কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ছোটখাটাবাড়ির মজনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), টাঙ্গাইল নাগরপুর থানার পাহাড়পুরের মৃত দবির খানের ছেলে মশিউর রহমান (৪৫), একই থানার কেদারপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে জাকির হোসেন (৪০)।

আশুলিয়া থানার এস আই আজহারুল ইসলাম জানান, আসামীদের নামে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তারা অধিকাংশই বিভিন্ন গনপরিবহনে হেলপারের কাজের আড়ালে এইসব অপকর্ম চালিয়ে আসছিলো। এই চক্রটি মুলত নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এই ধরনের অপরাধ করে থাকে।

তাদের বিরুদ্ধে র‌্যাব-১ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close