খেলাধুলাপ্রধান শিরোনাম

বাংলাদেশ সফরে খেলোয়াড় নিয়ে সমস্যায় ইংল্যান্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তবে এ সফরের জন্য দল গড়া নিয়ে সমস্যায় পড়েছেন ইংলিশ নির্বাচকেরা।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এ সফরে কয়েকজন তারকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিত খেলোয়াড়দের নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড। এ সপ্তাহেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করার কথা ইংল্যান্ডের।

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর করার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে। কিন্তু করোনা মহামারির কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে এ সফর পিছিয়ে যায়। প্রথমে জানা গিয়েছিল ইংল্যান্ড বাংলাদেশে আসবে ২০ ফেব্রুয়ারি। তবে কয়েক দিন আগে জানা গেছে, বাংলাদেশে ২৪ ফেব্রুয়ারি আসবে ইংল্যান্ড দল। ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আগেই জানা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ থাকায় বাংলাদেশ সফরে সে দলের কাউকেই পাওয়া যাবে না। ১৬ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। সে ক্ষেত্রে সেখান থেকে কোনো খেলোয়াড়কে পাওয়ার আশা করাটা প্রায় অসম্ভবই।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চেয়েও ইংলিশ নির্বাচকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের বেশ কয়েক ক্রিকেটার চুক্তিবদ্ধ। জাতীয় দলের চেয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজিকেই গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ সফরে তাঁদের পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। টেলিগ্রাফ জানাচ্ছে, কমপক্ষে ১৫ জন নিয়মিত ক্রিকেটারকে বাংলাদেশ সফরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Close
Close