বিনোদন

বাঘা যতীনের চরিত্রে দেব

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

ব্রিটিশবিরোধী বিপ্লবী এই নেতা সশস্ত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খালি হাতে বাঘ মারায় তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাঘা যতীন হিসেবে। বিখ্যাত স্বাধীনতাসংগ্রামী অরবিন্দ ঘোষেরও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

এই কিংবদন্তির বায়োপিক তৈরির পরিকল্পনা করেছে টালিপাড়া। ছবিটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা অরুণ রায়।

টালিউডের জনপ্রিয় নায়ক দেবকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। এই বিখ্যাত অভিনেতাকে বাণিজ্যিক ধারার ছবিতে যেমন দেখা গেছে, তেমনি দেখা গেছে ইতিহাসনির্ভর ছবিতেও। এবার তাকে দেখা যাবে কিংবদন্তি মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে।

ইতোমধ্যে দেবের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। মেকআপ আর্টিস্টরা বলছেন, নায়ক দেবের সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মুখের অদ্ভুত মিল রয়েছে। যার কারণে দেবের মুখে সেই লুক নিয়ে আসতে বড় কোনো কৃত্রিম মেকওভারের প্রয়োজন হবে না। সবকিছু পরিকল্পনামতো হলে আসছে শীতেই ছবির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।/সূত্র: নিউজ ১৮ বাংলা

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close