আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

একদিন ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি,রপ্তানি বাণিজ্য শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পবিত্র আশুরা উপলক্ষে একদিন ছুটি শেষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় ভারতের সাথে আমদানি,রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টা থেকে এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে দেখা যায়। এর আগে গত ৩০ আগস্ট আশুরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বন্দরে আটকে পড়া পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আশুরা উপলক্ষে সরকারি ছুটি শেষে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। পণ্য ছাড় করনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী জানান, বেনাপোল বন্দরে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা বাণিজ্যের কথা বলা হলেও বাস্তব চিত্র অন্য রকম। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে বন্দর থেকে কোন পণ্য খালাস হচ্ছে না। এতে ব্যবসায়ীরা সুবিধা বঞ্চিত হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close