স্বাস্থ্য

দেশে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা আসছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে।

বুধবার (১১ আগস্ট ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট নাগাদ এমিরেটস এয়ারওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকাল ৭ টা ২০ মিনিটে টিকা নিয়ে বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটসের বিমানটি।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) আসে ১৭ লাখ টিকা। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় মোট ৩৪ লাখ টিকা পাঠিয়েছে চীন। এর আগেও চীন থেকে ৮১ লাখ টিকা দেশে আসে। যার মধ্যে ৭০ লাখ বাংলাদেশ সরকার কিনেছে, বাকী ১১ লাখ উপহারস্বরূপ পাঠানো হয়।

এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ টিকা দেশে এসেছে। ১৪ আগস্টের মধ্যে চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ৬১ হাজার টিকা দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে কোভ্যাক্সের আওতায় বৃহস্পতিবার আসবে আরও ৬১ হাজার টিকা, শুক্রবার (১৩ আগস্ট) চীন সরকার উপহারস্বরূপ পাঠাবে ১০ লাখ, আর সরকারের ক্রয় করা ১০ লাখ টিকা দেশে পৌঁছাবে শনিবার (১৪ আগস্ট)।

Related Articles

Leave a Reply

Close
Close