বিশ্বজুড়ে

চীনের সামরিক মহড়া, ক্ষোভ তাইওয়ানের

ঢাকা অর্থনীতি ডেস্ক: তাইওয়ান উপকূলে চীনের মহড়া ঘিরে ব্যাপক ক্ষোভ ঝাড়লো তাইপে। অঞ্চলটিতে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে প্রয়োজনে বেইজিংকে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যৌথ মহড়ার নামে গড়ে প্রতি ৭ থেকে ১০ দিন পরপরই স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির কাছাকাছি টহল দেয় চীনা বাহিনী। তাইওয়ানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সাই মিং ইয়েন অভিযোগ করেন তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তাইওয়ান ভূখণ্ডের কাছে সামরিক তৎপরতা স্বাভাবিক বিষয়ে পরিণত করার চেষ্টা করছে চীন। তাইপেকে চাপে রাখতে চায় তারা। এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চাই আমরা। তাই পরিস্থিতি অস্বাভাবিক হলে উপযুক্ত জবাব দেয়া হবে।

সাধারণত, ১০টি যুদ্ধবিমান, ও নৌবাহিনীর তিন থেকে চারটি জাহাজ অংশ নেয় এতে। আকাশ ও জলসীমা লঙ্ঘনের অভিযোগও করেন তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক সাই মিং ইয়েন। স্বায়ত্ত্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে বেইজিংয়ের প্রভাবমুক্ত হতে চায় তাইপে।

উল্লেখ্য, গত কয়েক মাসে তাইওয়ান উপকূলে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে চীন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close