বিশ্বজুড়ে

বায়তুল মুকাদ্দাসের ধর্মযাজকের ওপর বিষ প্রয়োগ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের অর্থোডক্স গির্জার ধর্মযাজক আতাউল্লাহ হেনার ওপর বিষ প্রয়োগ করেছে ইহুদিবাদী ইসরাইল।

অসুস্থ হয়ে পড়ার পর ইসরাইলি কোনো হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় এই ধর্মযাজককে জর্দানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্মযাজকের থাকার ঘরের পাশে যে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে তা মানুষের নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন এই ধর্মযাজক আল মায়াদিন টিভি চ্যানেলকে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে তার থাকার ঘরের পাশে রাসায়নিক উপাদান ছড়িয়ে দিয়েছে ইসরাইল। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আরও বলেছেন, ফিলিস্তিন ইস্যুর প্রতি সমর্থন দেওয়ার কারণেই দখলদার ইসরাইল তাকে টার্গেট করেছে।

এর আগে বায়তুল মুকাদ্দাসে নিযুক্ত এই ধর্মযাজক বলেছিলেন, দখলদারেরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের পরিচিতি ধ্বংসের চেষ্টা করছে। ইসলাম ও খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে এবং বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর ষড়যন্ত্র করছে।

Related Articles

Leave a Reply

Close
Close