দেশজুড়েপ্রধান শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিটুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত বাপ্পা একই ইউনিয়নের পূর্ব বিটুলী গ্রামের আবদুর রউফের ছেলে। ফুলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ভোরে জেলার জুড়ির ফুলতলা ইউপির পূর্ব বটুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাপ্পা মিয়া ওই এলাকার আবদুর রউফের ছেলে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুদ্দিন মেম্বার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৪টার দিকে পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী হিসেবে পরিচত। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যুর পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়।

মইনুদ্দিন বলেন, এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বিজিবি বলে জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close