খেলাধুলা

বিপিএলে মুখোমুখি ঢাকা-সিলেট, কুমিল্লা-রাজশাহী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) লড়বে ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। পরের ম্যাচে, সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

এবারের আসরেও শুরু থেকেই ব্যাকফুটে টিম থান্ডার। আসরের প্রথম চার ম্যাচে হেরে একটায় জিতেছে ওরা। মোমেন্টামটা ধরে রাখা চাই, আর সেটা করতে ইয়র্কারকে প্রধান অস্ত্র হিসেবে কাজে লাগাতে চায় বোলাররা।

সিলেটের কাজটা মোটেও সহজ হতে দেবে না প্রতিপক্ষ ঢাকা প্লাটুন। তামিম ইকবালের স্ট্রাইকরেট নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা থাকলেও দেশসেরা ওপেনারকে ওই অ্যাঙ্করের ভূমিকায়ই দেখতে চান কোচ সালাউদ্দিন। পাঁচ ম্যাচের তিনটায় জিতে টেবিলের তিনে থাকলেও যত দ্রুত সম্ভব শীর্ষে ওঠার টার্গের তামিম-মাশরাফিদের।

সোমবার (২৩ ডিসেম্বর) ম্যাচ খেলে পরের দিন বিশ্রামের সুযোগ নেই কুমিল্লা আর রাজশাহীর। বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটা খেলবে ওরা। রাজশাহীর বিপক্ষে তাই জয় নিয়েই ঢাকায় ফিরতে চায় সৌম্য-সাব্বিরের দল।

বিপিএলে বেশ ছন্দময় রাজশাহী। শিরোপায় চোখ রাখছে লিটন-আফিফ-রাহিতে সাজানো টিম রয়্যালস।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close