গার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যসাভারস্থানীয় সংবাদ

বিশ্ববাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে সাভারে ডেনিম কাপড়ের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সময়ে সীমাবদ্ধতার মাঝেও বিশ্ববাজারে ক্রেতাদের আগ্রহী করতে সাভারে বসন্ত-শীতকালীন রকমারি ডেনিম কাপড়ের কালেকশন নিয়ে সাত দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার দুপুরে আশুলিয়ার মির্জানগর এলাকায় অ্যারন ডেনিম মিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মশিউল আলম সজল।

এসময় অ্যারন ডেনিম মিলের ব্যবস্থাপনা পরিচালক মাজাকাত হারুণ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাজাকাতসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট বলেন, এই সংকট সময়ে অ্যারন ডেনিমের রকমারি কাপড়ের এই প্রদর্শনী সত্যিই ব্যতিক্রমী ও সময়োপযোগী। তাই করোনাকালীন এই সময়ে আমাদের কোন ভাবে টিকে রাখতে হবে। কারখানার একটা বাতি হলেও জালিয়ে রাখতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই এগিয়ে যাবো।

Related Articles

Leave a Reply

Close
Close