শিক্ষা-সাহিত্য

জবির নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

জবি সংবাদদাতা:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের ৮৯৯ কোটি ৮৫ লক্ষ টাকার চেক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।

সোমবার (০১জুলাই ) প্রকল্পের পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরের পরিচালক মোঃ সেলিম খান চেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া এর নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের ৮৯৯ কোটি ৮৫ লক্ষ টাকার চেক পেয়েছি। এ সপ্তাহের মধ্যেই ভূমি অধিগ্রহনের জন্য আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে চেক হস্তান্তর করব। ভূমি অধিগ্রহন হয়ে গেলে নতুন ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করবো।’

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মোঃ নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close