দেশজুড়েপ্রধান শিরোনাম

বুলবুলের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ সারাদিন বৃষ্টিপাত হবে। একই সঙ্গে হালকা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার রয়েছে। সোমবার (১১ নভেম্বর) আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এতে বড় ধরণে আঘাত না আসলেও দিনভর বৃষ্টিপাতের সাথে সাথে হালকা জলোচ্ছ্বাস হাওয়া সম্ভাবনা রয়েছে। প্রবল ঝূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

শনিবার মধ্যে রাতে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূল এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করেছে।

ইতিমধ্যে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপা ও ত্রান মন্ত্রনালয়।

Related Articles

Leave a Reply

Close
Close