দেশজুড়েব্যাংক-বীমা

মার্কেন্টাইল কো-অপারেটিভের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্রাহকের সোয়া ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী ও এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে দুদকের জনসংযোগ বিভাগ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

বাকি আসামিরা হলেন- দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও শিহানের মা শামসুন নাহার।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এরপর তা গোপনে স্থানান্তর ও রূপান্তর করেছেন। দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close