বিশ্বজুড়ে

বন্দুক ঠেকিয়ে গায়িকাকে বিবস্ত্র করে যৌন হেনস্থা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্টেজে গান গাইতে গিয়েছিলেন গায়িকা। তারপর বন্দুকের নলের সামনে বিবস্ত্র ও যৌন হেনস্তা করার চেষ্টা করা হলো তাকে। শ্লীলতাহানির ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কলকাতার মানিকতলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় তৃণমূল নেতা সুরজিত সাহার হাতে ওই গায়িকা হেনস্তার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী গায়িকা পুলিশে অভিযোগ করেছেন।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এক জলসার আয়োজনে গান গাইতে গিয়েছিলেন ওই শিল্পী। মানিকতলার থানা এলাকার ২০ নম্বর মুরারিপুকুর লেনে ওই জলসার আয়োজন করা হয়। স্থানীয় তৃণমূল নেতা সুরজিত সাহা জলসার আয়োজন করেন।

অনেক রাত পর্যন্ত চলে ব্যান্ডের অনুষ্ঠান। রাতের দিকে তাদের অনুষ্ঠান ছিল বলে জানিয়েছেন ওই গায়িকা। স্টেজে উঠতেই প্রায় রাত ১১টা বেজে যায়। অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামেন রাত সাড়ে ১২টার দিকে।

পরে স্টেজের পিছনে থাকা গ্রিনরুমে ফ্রেশ হতে যান ওই সঙ্গীত শিল্পী। এসময় হঠাৎ করেই সুরজিত সেখানে গিয়ে সবাইকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

যুবতীর অভিযোগ, তিনি গ্রিনরুমে ঢোকার একটু পরেই সেখানে আসেন ভানু। গ্রিনরুমে ঢুকে সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে বলেন তিনি। সবাই বেরিয়ে যেতেই বাইরে থেকে আটকে দেয়া হয় গ্রিনরুমের দরজা। এমনকি যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, সেজন্য দরজার বাইরে পাহারায় থাকে দু’জন। এরপরই ফাঁকা গ্রিনরুমে তার যৌন হেনস্থা করেন অভিযুক্ত তৃণমূল নেতা। শুরু হয় তার উপর জোরজবরদস্তি। জামা ছিঁড়ে দিয়ে মাটিতে ফেলে দেয়া হয় যুবতীকে। এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে বন্দুকের নলের সামনে জোর করে বিবস্ত্র করার চেষ্টা করা হয় তাকে।

এদিকে অভিযুক্ত ভানু ওরফে সুরজিৎ সাহা তৃণমূলের রাজনীতি করেন বলে স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, “তিনি তৃণমূল করেন। কিন্তু এ ধরনের ঘটনা দল সমর্থন করে না।”

এ ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গায়িকা। তবে ঘটনার পর থেকেই পলাতক ভানু। যে কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই যুবতী গায়িকা।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close