তথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

এবার উড়বে ‘উবার এয়ার ট্যাক্সি’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উবার এয়ারের প্রথম ট্যাক্সি উড়বে মেলবোর্নের আকাশে। উবার কর্তৃপক্ষ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাস ও লস অ্যাঞ্জেলেসে নিজেদের উবার এয়ার সেবা চালু করার ঘোষণা দিয়েছিল।

এ দুটি শহরের পর কোম্পানিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নকে উবার এয়ার সেবার তৃতীয় শহর হিসেবে নির্বাচিত করেছে। কোম্পানিটির পক্ষে জানানো হয়েছে, মেলবোর্নের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে উবার এয়ারের সময় লাগবে মাত্র ১০ মিনিট, অথচ গাড়িতে এ পথ যেতে লাগবে ১ ঘণ্টা।

উবার এলিভ্যাটের প্রধান এরিক এলিসন জানিয়েছেন, আধুনিক শহরগুলোর ধরন প্রকাণ্ড আকৃতির হয়ে পড়ায় ব্যক্তিগত গাড়ি রাখার চলটা টেকসই বা জুতসই কোনো সিদ্ধান্ত নয়।

এ কর্মকর্তা বলেন, উবার এয়ার রাস্তার জ্যাম কমাতে বড় ধরনের সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। প্রসঙ্গত, পরীক্ষামূলকভাবে ২০২০ সালে উবার এয়ার নিজেদের প্রথম গাড়িটি আকাশে চালু করবে, তবে বাণিজ্যিকভাবে উবার এয়ারের কার্যক্রম শুরু হবে ২০২৩ সাল নাগাদ।

Related Articles

Leave a Reply

Close
Close