বিনোদন

ভিসার চেয়ে রাইফেল সস্তা!

ঢাকা অর্থনীতি ডেস্ক: ‘এমন একটি পৃথিবীর কথা ভাবুন, যেখানে ভিসার চেয়ে সহজলভ্য একে-৪৭ রাইফেল। যেখানে আমেরিকার মতো দেশ দেয়াল তুলে সন্ত্রাসীদের আগলে রাখে।’ নিজের দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন মার্কিন গায়িকা রিয়ানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য ছুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথাগুলো লিখেছেন এই গায়িকা।

গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন লোক মারা যায়। এ ঘটনার পর টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘টেক্সাসের এল পাসোতে গুলির ঘটনাটি কেবল ট্র্যাজিকই নয়, এটা একটা কাপুরুষোচিত ঘটনা। এই ঘৃণিত কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমবেদনা জানাচ্ছি। কোনো অজুহাতেই নিষ্পাপ মানুষকে হত্যা করা ঠিক নয়।’

রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ওহাইও অঙ্গরাজ্যে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে মারা যায় আরও ১০ জন লোক। ডাইটন শহরের একটি বারের বাইরে এ ঘটনা ঘটে। ঘটনা দুটি উল্লেখ করে ইনস্টাগ্রামে ট্রাম্পের টুইট তুলে দিয়ে রিয়ানা লিখেছেন, ‘উ…ডোনাল্ড, তুমি “সন্ত্রাসী” শব্দটা জানো না। তোমার দেশে পর পর দুটি সন্ত্রাসী হামলায় ৩০ জন নিষ্পাপ মানুষ মারা গেল!’

তিনি আরও লিখেছেন, ‘সন্ত্রাসীরা লাস ভেগাস থেকে একে-৪৭ রাইফেল কিনে ক্যালিফোর্নিয়া গেল। একটা ফুড ফেস্টিভ্যালে ঢুকে শিশুসহ ৬ জন লোক মেরে ফেলল!’ ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির প্রতি ইঙ্গিত করেই রিয়ানা ওই পোস্টে লিখেছেন, ‘এমন একটি পৃথিবীর কথা ভাবুন, যেখানে ভিসার চেয়ে সহজলভ্য একে-৪৭ রাইফেল। যেখানে আমেরিকার মতো দেশ দেয়াল তুলে সন্ত্রাসীদের আগলে রাখে!!’

নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিয়ানা লিখেছেন, ‘বিদেহীদের আত্মার প্রতি শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আপনাদের অপূরণীয় ক্ষতি আমাকে কষ্ট দিচ্ছে। এভাবে কেউ মরতে পারে না। কেউ না।’ রোলিং স্টোন

/এ কে

Related Articles

Leave a Reply

Close
Close