আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

বাণিজ্য প্রতিযোগিতায় শীর্ষে সিঙ্গাপুর

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলতি বছর সিঙ্গাপুরকে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতামূলক দেশের তালিকার শীর্ষ স্থানে রেখেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবকাঠামো, শ্রম বাজার এবং আর্থিক ব্যবস্থা উন্নয়নের জন্য এশিয়ার নগর-রাষ্ট্র সিঙ্গাপুরকে যুক্তরাষ্ট্রের আগে রাখা হয়েছে। ১৪১টি দেশ এবং ভূখণ্ড মূল্যায়নের উপর ভিত্তি করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই তালিকাটি প্রকাশ করে।

গত বছরের সপ্তম স্থান থেকে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে হংকং। ফোরাম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের স্থিতিশীল ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতি এবং উন্নত স্বাস্থ্যসেবার কারণে দেশটি তালিকায় কয়েক ধাপ এগিয়ে গেছে।

জাপান এক ধাপ পিছিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। নিম্ন অপরাধ হার, স্বাস্থ্য সেবা এবং অবকাঠামোর জন্য দেশটিকে উচ্চহারে মূল্যায়ন করা হয়েছে। তবে পুরুষ ও নারীর বেতনের সমতার দিক থেকে বিবেচনা করলে দেশটির স্থান হল ৬২ তম।

তালিকায় সবচেয়ে বেশি ধাপ এগিয়ে গেছে ভিয়েতনাম। গত বছরের ৭৭ তম স্থান থেকে দেশটি এখন ৬৭ তম স্থান দখল করেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হল বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক অর্থনৈতিক এলাকা।

Related Articles

Leave a Reply

Close
Close