বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য থেকে বিদেশিদের অবশ্যই চলে যেতে হবে: জারিফ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইরান এবং কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিদেশিদের কোনো স্থান নেই এবং তাদেরকে অবশ্যই চলে যেতে হবে।

রোববার(১৮ আগস্ট) কুয়েতের যুবরাজ শেইখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ’র সঙ্গে বৈঠকে জারিফ এসব মন্তব্য করেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জারিফ ইরান ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো এবং দু’দেশের মধ্যে সংলাপ শুরু করার ব্যাপারে তেহরানের পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান।তিনি বলেন, এর ফলে এ অঞ্চলের স্বার্থ সুরক্ষিত হওয়ার পাশাপাশি স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এছাড়া, বৈঠকে কুয়েত সিটি এবং তেহরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন জারিফ।এ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং এ পরিস্থিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, আমরাই এ অঞ্চলে থাকবো এবং বিদেশিদেরকে এ এলাকা ছেড়ে চলে যেতে হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close