শিল্প-বানিজ্য

মাত্র চার দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র চার দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রোববার (২২ মে) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

ভা‌লো মা‌নের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে। ফ‌লে দে‌শে প্রতি ভ‌রির সোনার দাম বে‌ড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৪ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close