খেলাধুলাপ্রধান শিরোনাম

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

রবিবার রাতে সাভারের ওয়াপদা রোড এলাকায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাহী পরিষদ সদস্য মিঠুন সরকারের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন লিজেন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, চাইল্ড হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ কাবুল মিয়া, সাভার পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ খান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন মো: কবির হোসেন। আয়োজক কমিটির পক্ষে মো: আল আমিন, মো: হৃদয়, মো: রাজীব, মো: রানা ও রনি ইসলাম প্রমুখ ব্যক্তি অনুষ্ঠান প্রাণবন্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close