প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

মার্চে খুলছে ঢাবির হল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্চের প্রথম সপ্তাহে অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভা শেষে এ কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

সভার সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ও মাষ্টার পরীক্ষার্থীদের আগে হলে ওঠানো হবে। হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আর কেউ হলে উঠবে না।

এছাড়া যাদের ছাত্রত্ব শেষ এবং বহিরাগত তাদের ব্যাপারেও বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি সুপারিশ আকারে পরবর্তীতে ডিন কমিটি ও একাডেমিক সভায় উঠানো হবে। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close