প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মালির সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলি, বিদ্রোহের সতর্কতা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালির রাজধানী বামাকোর কাছে একটি সেনাঘাঁটিতে গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সংকটের মুখে বিদ্রোহ করেছেন দেশটির সেনা সদস্যরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সকালে মালির রাজধানী থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী কাতি সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণের আওয়াজ শোনা যায়। স্থানীয়রা জানিয়েছেন, কাতির রাস্তায় সাঁজোয়া যান ও সামরিক গাড়ি দেখা যাচ্ছে।

এদিকে, গুলিবর্ষণের পরপরই মালির নরওয়ে দূতাবাস নিজ দেশের নাগরিকদের এক সতর্কবার্তায় বলেছে, ‘সশস্ত্র বাহিনীতে বিদ্রোহের বিষয়ে দূতাবাসকে অবহিত করা হয়েছে এবং সেনাবাহিনী বামাকোর দিকে যাচ্ছে। এ অবস্থায় নরওয়েজিয়ানদের উচিত সাবধানতা অবলম্বন করা এবং পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা।’

বামাকোয় ফরাসি দূতাবাসও এক সতর্কবার্তায় বলেছে, ‘১৮ আগস্ট সকালে গুরুতর অস্থিরতার কারণে তাৎক্ষণিকভাবে নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।’

প্রেসিডেন্ট বুবাকার কেইতার পদত্যাগ দাবিতে গত জুন থেকেই চরম রাজনৈতিক অস্থিরতা চলছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। সেনা বিদ্রোহের গুঞ্জন ছড়াতেই প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হযেছে বলে জানা গেছে।

খবরে বলা হচ্ছে, বিদ্রোহী সেনারা রাজধানী বামাকোর দিতে অগ্রসর হচ্ছেন এবং সেনা কমান্ডের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন। এটা সেনা অভ্যুত্থান হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এখনই পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না।

ব্যাপক দুর্নীতি ও নিরাপত্তা পুনরুদ্ধারে ব্যর্থতার অভিযোগে গত ৫ জুন প্রেসিডেন্ট কেইতার পদত্যাগ দাবিতে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেন বিরোধীরা। জাতিসংঘ ও মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভে মালিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সূত্রঃ আল জাজিরা

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close